Bra

ব্রা পরার সঠিক পদ্ধিতি।

১. একটু ঝুঁকে পড়ুন একটু ঝুঁকে পড়ুন। বুক একটু নীচের দিকে নামিয়ে নিন। এরপর ব্রা পরুন। এতে ব্রা সঠিক ভাবে ফিট হবে। স্তনযুগল সঠিক ভাবে ব্রা কাপে বসবে।
২. সঠিক ভাবে হুক লাগান সবসময় ব্রা এর দুটো হুকই লাগাবেন। অনেকেই একটা হুক লাগিয়ে ছেড়ে দেন। এতে স্তন সঠিক জায়গায় থাকে।
৩. ব্রা এর স্ট্র্যাপের দিকে মন দিন হুক লাগাবার পর স্ট্র্যাপ সঠিক ভাবে কাঁধে বসছে কিনা দেখে নিন। খুব বেশি টাইট হবে না। এতে কাঁধে ও পিঠের ওপর দাগ বসে যেতে পারে।
৪. ব্রা এর নীচের দিকটা দেখে নিন। সঠিকভাবে বসছে তো? ব্রা এর নীচের দিকটা যেন পুরোপুরি সঠিকভাবে স্তনের নীচে বসে।
৫. স্তনকে সঠিকভাবে বসিয়ে নিন সঠিকভাবে পরার পরও, দুপাশ থেকে অনেকসময় স্তনের কিছু অংশ বেরিয়ে থাকে। হাত দিয়ে স্তনের দুপাশটা একটু ব্রা এর মধ্যে সঠিক ভাবে বসিয়ে নিন।
৬. স্তনকে নীচের দিক থেকে একটু ঠিক করে নিন সবশেষে নীচের দিক থেকে স্তনকে একটু ওপরের দিকে তুলে বসিয়ে দিন। এতে স্তন সঠিক ভাবে বসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *