Blog
টাইট ফিটিং পেন্টি পরার ক্ষতিকর দিক।

এয়ার সার্কুলেশন রেস্ট্রিক্টেড করে দেয়
ফিমেল বডির রিপ্রোডাক্টিভ অরগান কভার করে আন্ডারওয়্যার, এটা তো আমরা জানি। প্রোপার হাইজিন মেনটেইন করতে এবং ইনফেকশন রোধ করতে এই অরগানগুলোতে এয়ার সার্কুলেট হওয়া জরুরি। আন্ডারওয়্যার টাইট হলে এই এরিয়ায় এয়ার সার্কুলেশন রেস্ট্রিক্টেড হয়ে যায়। দেখা দেয় ইনফেকশন ও ইরিটেশন প্রবলেম। তাই এই অরগানগুলোর সুস্থতার জন্য টাইট পেন্টি পরা থেকে বিরত থাকতে হবে।
ব্যাকটেরিয়া গ্রো করে
ইন্টিমেট এরিয়া সব সময় হাইজেনিক রাখতে হয়। কিন্তু পেন্টি টাইট হলে বাতাস চলাচল বন্ধ হয়ে যায় এবং শরীর ঘেমে এই এরিয়াতে জমে থাকে। ফলে ময়েশ্চারের পরিমাণ বেড়ে যায় এবং এ থেকেই ব্যাকটেরিয়া গ্রো করে।
পা অসাড় হয়ে আসে
ভাবছেন, আন্ডার ওয়্যারের সাইজ ঠিক না থাকলে পায়ের সমস্যা কেন হবে? অবাক হলেও এটা সত্যি। পেন্টি টাইট হলে শুধু মুভ করতে সমস্যা হয় তাই নয়, আপার থাই এরিয়াতে ব্লাড সার্কুলেশনও কমে যায়। ফলে ইরিটেশন হয়, পা অসাড় হয়ে আসে। যার কারণে পা মুভ করতে বা হাঁটতে কষ্ট হয়।
বুকে জ্বালাপোড়া করে
অবাক হচ্ছেন? ভাবছেন টাইট পেন্টির সাথে বুকে জ্বালাপোড়ার কী সম্পর্ক? আমরা অনেকেই এই ব্যাপারটি জানি না। পেন্টি যদি বেশি টাইট হয়, তাহলে পাকস্থলীতে চাপ পড়ে। আর এই চাপ থেকে সৃষ্টি হয় অ্যাসিড, যার কারণে বুক জ্বলে। অনেকেই ভাবেন, খাবারের কারণে অ্যাসিডের এই প্রবলেম হচ্ছে। শুধু খাবারের দোষ না দিয়ে, একবার মনে করে দেখুন, সঠিক আন্ডারওয়্যার পরছেন তো?
স্কিনে ইরিটেশন হয়
আন্ডারওয়্যার যদি বেশি টাইট হয়, তাহলে স্কিনে ইরিটেশন হতে পারে। ফলে স্কিনে দেখা দিতে পারে র্যাশ, ইচিং প্রবলেম, হতে পারে ডার্মাটিটিসের মতো সমস্যাও। এটা খুবই অস্বস্তিকর মুহূর্ত। এমন অস্বস্তিকর মুহুর্তের মুখোমুখি না হতে চাইলে দ্রুত বদলে ফেলুন টাইট আন্ডারওয়্যারটি।